করোনার এই দুর্যোগের সময় দারুণ এক উদ্যোগ নিয়েছে ‘Concerts for Bangladesh’। সারা পৃথিবীর বিভিন্ন দেশের বাঙালি শিক্ষার্থীরা মিলে তৈরি করেছে ‘কনসার্ট ফর বাংলাদেশ’ নামের একটি অনুষ্ঠানের। উদ্দেশ্যে হচ্ছে, বাংলাদেশের প্রান্তিক ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে সাহায্য করা। ইতিমধ্যেই কনসার্ট ফর বাংলাদেশ প্রশংসা কুড়িয়েছে বিভিন্ন দেশের মানুষদের থেকে।
এগিয়ে এল ‘কনসার্ট ফর বাংলাদেশ’
- Post author:Anik Saha
- Post published:August 18, 2020
- Post category:News
- Post comments:0 Comments