ভ্রমণকন্যা ও শিক্ষণ “Yoga for well-being” এই মোটো নিয়ে ২১ শে জুন পালন করা হয়েছে, আন্তর্জাতিক যোগ দিবস -২০২১ । সে উপলক্ষ্যে ২১ শে জুন রাত সাড়ে ৮টায় অতিথি হিসেবে ট্রাভেলেটস অফ বাংলাদেশের পেইজ থেকে লাইভে ছিলেন স্বনামধন্য যোগ বিশেষজ্ঞ “বিশাখা তঞ্চঙ্গ্যা“।
বিশাখা তঞ্চঙ্গ্যা, তিনি ভারতের ব্যাঙ্গালোরে অবস্থিত স্বামী বিবেকানন্দ যোগ অনুসন্ধান সংস্থার (SVYASA Yoga University) একজন সার্টিফাইড যোগ বিশেষজ্ঞ, পাশাপাশি তিনি ডায়াবেটিস ম্যানেজমেন্টের উপর একজন যোগ প্রশিক্ষক।
তিনি জাতিসংঘের একজন ফুলটাইম ডেভেলপমেন্ট প্রফেশনাল হিসেবে বাংলাদেশে কর্মরত, একজন ওয়েলনেস ওয়ারিওর এবং বিড়ালপ্রেমী। বিশাখা বিশ্বাস করেন, যোগ ব্যায়ামের প্রতিটি কসরত একেকটি ধাঁধাঁর মতো, এবং সে এই ধাঁধাঁ মেলানোর চ্যালেঞ্জ নিতে খুবই পছন্দ করেন। লাইভে নানান ধরনের ইয়োগা কৌশল শিখানো হয় পাশাপাশি ভ্রমনকন্যাদের অনেক প্রশ্নের উওর দেন। আমরা তাকে উষ্ণ হৃদয়ে কৃতক্ষতা জানাই।