আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে #internationalwomensday2021 থিম নিয়ে Travelettes of Bangladesh (ভ্রমণকন্যা) নারীর চোখে বাংলাদেশ প্রজেক্ট এ আটটি বিভাগে আলাদা জোন করে জোন ভিত্তিক কার্যক্রম পরিচালনা করা হয়েছে ।
ঢাকা জোনঃ
সাভার মামনি মডেল মাদ্রাসা এর ৩২ জন নারী শিক্ষার্থী দের নিয়ে ৮ জন স্বেচ্ছাসেবক নারী দিবস কে উপলক্ষ রেখে মেয়েদের সাথে মাসিক স্বাস্থ্য সুরক্ষা বিষয়ে আলোচনা , খাদ্য ও পুষ্টি, আত্মরক্ষা কৌশল, বাংলাদেশ ও মুক্তিযুদ্ধ নিয়ে প্রোগ্রাম করেছে। একই সাথে মাদ্রাসা তে মেয়েদের জন্য একটি প্যাড ব্যাংক এর ব্যবস্থা করেছে যেখানে প্রয়োজনে মেয়েরা স্যানিটারি ন্যাপকিন পেতে পারবে।
চট্টগ্রাম জোনঃ
চট্টগ্রাম জোনের চট্টগ্রাম জেলায় আজ ২০ জন শিক্ষার্থী এবং ৬ জন ভ্রমণকন্যার স্বেচ্ছাসেবক এর আয়োজনে এ. জে চৌধুরী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে আয়োজন করা হয় সচেতনামূলক অনুষ্ঠানের। নারী দিবসের প্রতিপাদ্য নিয়ে কুইজ ছিল শিক্ষার্থীদের আগ্রহ জাগিয়ে তোলার জন্য।
খুলনা জোনঃ
স্বপ্নপুরী এবং অপরাজিতা যুব কল্যাণ সংস্থা এর কোলাবোরেশনের মাধ্যমে খুলনা জেলার সোনাডাঙ্গায় অবস্থিত ফ্যামিলি প্ল্যানিং এসোসিয়েশন খুলনা ব্রাঞ্চের অফিসে নারী দিবসের প্রোগ্রাম এর আয়োজন করা হয়। সেখানে উপস্থিত থাকা শিক্ষার্থীদের নিয়ে নারী দিবস, বাংলাদেশ ও মুক্তিযুদ্ধ, মেন্সট্রুয়াল হেলথ, আত্মরক্ষা এবং ট্যুরিজম বিষয়গুলোর উপর ওয়ার্কশপের আয়োজন করা হয় এবং সেখানে উপস্থিত শিক্ষার্থীদের আত্মরক্ষার বিভিন্ন কৌশল দেখানো হয়।
এছাড়াও নারী দিবসের প্রতিপাদ্যকে বিষয়বস্তু রেখে ছবি অঙ্কন প্রতিযোগিতা রাখা হয় এবং দুজন বিজয়ী কে ট্রাভেলেটস অফ বাংলাদেশ এর তরফ থেকে টি-শার্ট এবং চাবির রিং উপহার দেয়া হয়।
রংপুরঃ
সুলতাননগর জামে মসজিদ, আলমনগর এর প্রাঙ্গণে ৮২ জন পথশিশুদের নিয়ে আয়োজন করা হয় আজকের প্রোগ্রাম। চারজন স্বেচ্ছাসেবক এর মধ্যে ওয়ার্কশপে মুক্তিযুদ্ধ বিষয়ক আলোচনা করেন আরমান আরাফাত অনিক,আরিফা পিউ বাংলাদেশ ও আত্ম সুরক্ষা সম্পর্কিত, পরিবেশ নিয়ে অবনী রায় ও আদিবা জামান দৃষ্টি ‘নারীর চোখে বাংলাদেশ’ সম্পর্কিত আলোচনা করেছে। পথশিশুদের নিয়ে আয়োজন করা হয় একটি অংকন প্রতিযোগিতা।
একই সাথে ম্যাথ ক্লাব দিনাজপুর দিনাজপুর ম্যাথ ক্লাব এর সহযোগিতায় চিরিরবন্দর উপজেলার রানিরবন্দর ১ নং নশরতপুর বালাপাড়া সালমান ফারসি (রঃ) মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠান পরিচালনা করেন নাজনীন আকতার এবং মাহমুদা আকতার।
রাজশাহীঃ
রাজশাহী জোনে জয়পুরহাট জেলার রাবেয়া বসরি (রঃ) বালিকা আবাসিক ক্বওমী হাফেজিয়া মাদ্রাসা তে ৩৬ জন শিক্ষার্থীর উপস্থিতিতে অনুষ্ঠান পরিচালনা করেন ৬জন স্বেচ্ছসেবক তৃষা রানী, মাসুমা আন্নি, ইশরাত জাহান, পুষ্পিতা মহন্ত, আরফিন আক্তার, ববি মহন্ত। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উমা রানী দাস, মহিলা ও শিশু বিষয়ক কর্মকর্তা। বিশেষ আয়োজন হিসাবে ছিল অংকন প্রতিযোগিতা। পুরষ্কার হিসেবে, ১ম, ২য়, ৩য় স্থান প্রাপ্ত শিক্ষার্থীকে ২টি করে খাতা, কলম আর পেন্সিল দেওয়া হয়।আর বাকি সকল অংশগ্রহণকারীকে ১টি করে খাতা, কলম, পেন্সিল দেওয়া হয়।
বরিশালঃ
বরিশাল জোনের পিরোজপুর জেলার দুইটি স্কুলে আজ অনুষ্ঠান করা হয়। সরকারি স্বরুপকাঠি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় এবং আরামকাঠি হাজী ইব্রাহীম মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ এ মোট ৪১ জন শিক্ষার্থীর সাথে মত বিনিময় হয়। স্বেচ্ছাসেবক ছিলেন ৩ জন স্বর্ণা, সিয়াম,সুমাইয়া।
সিলেট জোনঃ
সিলেট জোনের মৌলভীবাজার জেলায় আজ পথশিশুদের নিয়ে আয়োজন করা হয় সচেতনামূলক অনুষ্ঠানের। ১০ জন স্বেচ্ছাসেবক এবং নগরফুল পাঠশালা মিলে মোট ৪৪ জন পথশিশুদের নিয়ে আয়োজন করেছিল এই অনুষ্ঠানটি।
ময়মনসিংহ জোনঃ
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ট্রাভেলেটস অফ বাংলাদেশের প্রজেক্ট নারীর চোখে বাংলাদেশ-The scooty girls এর বর্ধিত কার্যক্রমে ময়মনসিংহ জোন শেরপুর জেলার সদর উপজেলার ‘পুলিশ লাইন্স একাডেমি ফর ক্রিয়েটিভ এডুকেশন’ স্কুলে ৩ জন স্বেচ্ছাসেবকের (ফারহানা ইয়াছমিনআকাশ মিয়া, এস. এম তাহসিন মাসরুফ তুষার) তত্ত্বাবধায়নে ১৬ জন নারী শিক্ষার্থীর সাথে বয়ঃসন্ধিকালীন সমস্যা, বাংলাদেশ ও মুক্তিযুদ্ধ, আত্মসুরক্ষা ও আত্মরক্ষার কৌশল বিষয়ক আলোচনা করা হয়।
বাচ্চাদের উৎসাহিত করে তুলতে আকর্ষণীয় কুইজ রাউন্ডে ১ম, ২য় ও ৩য় স্থান প্রাপ্ত শিক্ষার্থীদের কলম উপহার দেওয়া হয় এবং সামান্য নাস্তার আয়োজন করা হয় ৷
ওয়ার্কশপ শেষে শ্রদ্ধেয় প্রধান শিক্ষকের হাতে ভ্রমণকন্যার শুভেচ্ছাস্মারক হিসেবে ম্যাগাজিন এবং ফটোবুক প্রদান করা হয় ৷