You are currently viewing ১৯৫: আবার ইরাবতীতে ভ্রমণকন্যারা

১৯৫: আবার ইরাবতীতে ভ্রমণকন্যারা

সুন্দরবনের কোল ঘেষে সম্পূর্ন ইকো সিস্টেমে তৈরি কটেজ ইরাবতী। প্রকৃতির অপরূপ সৌন্দর্যে হারিয়ে যাওয়া, ভয় ভয় অনুভূতি নিয়ে বনের ছোট খালে নৌকা ট্রিপ আর করমজলে বাঘের সাথে দেখা করতে যাওয়া- এসব ই অপেক্ষা করছে এই ট্রিপে। আরও সহজে বলতে এটি একটি আরামদায়ক একই সাথে রোমাঞ্চকর ট্রিপ।

এবার এসকল অনুভূতি উপভোগ করতে ইরাবতীতে যাচ্ছে ভ্রমণকন্যা দল।যারা অল্প সময়ের জন্য ঢাকার বাইরে একদম প্রকৃতির সাথে মিশে সময় কাটাতে চান তাদের জন্য এই যাত্রা।

যাত্রা শুরু: ঢাকা থেকে ৭ জুলাই শুক্রবার সকাল ৭.০০টার বাসে।
যাত্রা শে: ৮ জুলাই শনিবার, বিকেলের মধ্যে বাস ধরে রাত ১০-১১টার মধ্যে ঢাকায় ঢাকব।
ভ্রমনকালঃ ২ দিন ১ রাত।

ভ্রমণ বৃত্যান্ত:

প্রথম দিন-
সকাল ৭.০০ টার বাসে ঢাকা থেকে রওনা দিব। সকাল ১১ টায় মোংলা পৌঁছে ট্রলারে করে ইরাবতীতে পৌছাবো। রিসোর্টে চেক ইন করে ফ্রেশ হয়ে লাঞ্চ করব। কিছুক্ষণ রেস্ট নিয়ে বিকেলে ছোট নৌকায় করে সুন্দরবনে খালে ঘুরে বেড়াবো আর নিরবে ২ পাশে বনের সৌন্দর্য উপভোগ করবো।
এরপর রিসোর্ট এ ফিরে এসে আড্ডা হবে আর পাশে চলবে বার বি কিউ। এর পর রাতে ডিনার করে ঘুম।

দ্বিতীয় দিন-
ভোরে ঘুম থেকে উঠে নিস্তব্ধ বনের প্রাকৃতিক সৌন্দর্য অবলোকন করতে করতে নাস্তার সময় হয়ে যাবে। নাস্তা করে রিসোর্ট থেকে চেক আউট করে করমজলের উদ্দেশ্যে যাত্রা শুরু করবো। করমজলে কিছুক্ষণ সময় কাটিয়ে লাঞ্চ করে নিবো। এরপর মোংলা ফিরে আসবো।
মোংলা থেকে বিকালের বাস ধরে ১০/১১টার মধ্যে ঢাকা থাকব।

ইভেন্ট ফি: ৬১০০
বুকিং মানি: ৪০০০ (৪০৮০টাকা বিকাশ খরচ সহ)
ইভেন্টে অংশগ্রহণ করতে চাইলে ৪০৮০ টাকা বিকাশ করে, আপনার নাম, ফোন নাম্বার এবং বিকাশ নাম্বারের শেষ ৩ টি ডিজিট বিকাশ নাম্বারে মেসেজ দিয়ে আপনার সিট কনফার্ম করুন।
বিকাশ নাম্বার: 01952495356

এছাড়াও ব্যাংকের মাধ্যমে টাকা পাঠাতে পারেন।
ব্যাংক একাউন্ট নাম্বারঃ
Bank Asia
Paltan Branch
Account name: TRAVELETTES OF BANGLADESH
Account no: 04936000090

ইভেন্ট খরচে যা যা খরচ অন্তর্ভুক্ত থাকছে:
ঢাকা-মোংলা-ঢাকা যাতায়াত (নন এসি বাস)
দুইদিনের ৫ বেলা মূল খাবার যার মধ্যে স্পেশাল বার বি কিউ ডিনার+ চুই ঝাল;
ইরাবতী ইকো-কটেজে ১ রাত্রি যাপন
রিজার্ভ বোট/ট্রলার;
এন্ট্রি ফি
অভ্যন্তরীণ যাতায়াত খরচ

যা যা অন্তর্ভুক্ত নয়:
কোনো ব্যক্তিগত খরচ
উল্লেখ নেই এমন কোন খরচ

জিনিস মাথায় রাখতে হবে-
১. ভ্রমণের সময় যদি কোনো সমস্যার মুখোমুখি হই নিজেরা আলোচনা করে সমাধান করব।
২. অবস্থা পরিপেক্ষিতে যে কোনো সময়ে সিদ্ধান্ত বদলাতে পারে যেটা আমরা সকলে মিলে ঠিক করব।
৩. সবাইকে একটি বিষয় খুব ভাল ভাবে মনে রাখতে হবে যে স্পট গুলোতে কোনো রকম ময়লা ফেলা যাবে না। সাথে পলিথিন থাকবে, সেখানে ফেলতে হবে। পরে ডাস্টবিনে ফেলা হবে।
৪. স্থানীয় দের সাথে কোনো রকম বিরূপ আচরন করা যাবে না।
৫. নিজের ব্যাগ নিজের বয়ে নিতে হবে। কেউ ব্যাগ টেনে নিবে এরকম মন মানসিকতা রাখা যাবেনা৷

**** ট্রিপের ৭ দিন আগে ক্যান্সেল করলে টাকা অফেরতযোগ্য

এছাড়া অন্য যেকোনো প্রশ্ন জিজ্ঞাসায় যোগাযোগ: 01952495356 (শান্তা)

Facebook Link 

Leave a Reply