You are currently viewing ২৩৩: গরমে হিমশীতলের খোঁজে “কাকন কোটইয়ার্ডে” ভ্রমণকন্যা
event_233

২৩৩: গরমে হিমশীতলের খোঁজে “কাকন কোটইয়ার্ডে” ভ্রমণকন্যা

INFO

শহরের এই যান্ত্রিক জীবন থেকে দূরে সরে, আরামদায়ক একটি দিন কাটানোর জন্য ভ্রমণকন্যারা যাচ্ছে কাকন কোর্টইয়ার্ড রিসোর্টে। চমৎকার লেক ঘেরা এই ভিন্নধর্মী রিসোর্টে চাইলে আপনিও আমাদের সঙ্গী হতে পারেন।

আমরা যা যা দেখবো:

ভ্রমণ বৃত্যান্ত

⭕ ৩১ তারিখ ভোরে রিজার্ভ এসি গাড়িতে কাকন কোর্ট ইয়ার্ড এর উদ্দেশ্যে রওনা।
⭕ রিসোর্টে পৌঁছে সকালের ব্রেকফাস্ট।
⭕ সবাই মিলে ঘুরাঘুরি + ফটোসেশান  দুপুরে রিসোর্টেই লাঞ্চ।
⭕ বিকেলে সুইমিং, বোটিং ,ফিশিং।
⭕ বিকালে রিসোর্টেই নাস্তা করে নিবো।
⭕ সন্ধ্যায় ঢাকার উদ্দেশ্যে রওনা।
⭕ রাত ৮:০০ – ৮:৩০ এর মধ্যে ঢাকায় পৌঁছায় যাবো ইনশাআল্লাহ।

যাত্রার তারিখ

৩১ শে মে, ২০২৪

ফেরার তারিখ

৩১ শে মে, ২০২৪

ভ্রমণের সময়সীমা

ডে ট্রিপ

ইভেন্ট ফি: ৪,৪৯৯ টাকা

বুকিং মানি: ৪৫৯০ টাকা( বিকাশ খরচ সহ)

01758904764

(বিকাশ খরচ সহ)

Paltan Branch
Account name: TRAVELETTES OF BANGLADESH
Account no: 04936000090

বিকাশ/ব্যাংকের  করে, আপনার নাম, ফোন নাম্বার এবং বিকাশ নাম্বারের শেষ ৩ টি ডিজিট বিকাশ/সম্পূর্ণ ব্যাংকের  নাম্বার মেসেজ দিয়ে আপনার সিট কনফার্ম করুন।

ইভেন্ট খরচে যা যা খরচ অন্তর্ভুক্ত থাকছে:
 
⭕ রিজার্ভ এসি ট্রান্সপোর্টে যাতায়াত।
⭕ সকালে বুফে ব্রেকফাস্ট
⭕ দুপুরে বুফে লাঞ্চ
⭕ বিকালের স্ন্যাক্স
⭕ ফিশিং
⭕ বোটিং
⭕ সুইমিং
 
যা যা অন্তর্ভুক্ত নয়:
 
⭕ কোনো ব্যক্তিগত খরচ
⭕ ইভেন্টে উল্লেখ করা নেয় এমন কোনো খরচ।

জিনিস মাথায় রাখতে হবে-

১. ভ্রমণের সময় যদি কোনো সমস্যার মুখোমুখি হই নিজেরা আলোচনা করে সমাধান করব।
২. অবস্থা পরিপেক্ষিতে যে কোনো সময়ে সিদ্ধান্ত বদলাতে পারে যেটা আমরা সকলে মিলে ঠিক করব।
৩. সবাইকে একটি বিষয় খুব ভাল ভাবে মনে রাখতে হবে যে স্পট গুলোতে কোনো রকম ময়লা ফেলা যাবে না। সাথে পলিথিন থাকবে, সেখানে ফেলতে হবে। পরে ডাস্টবিনে ফেলা হবে।
৪. স্থানীয় দের সাথে কোনো রকম বিরূপ আচরন করা যাবে না।
৫. নিজের ব্যাগ নিজের বয়ে নিতে হবে। কেউ ব্যাগ টেনে নিবে এরকম মন মানসিকতা রাখা যাবেনা৷
৬. খাবারের টেস্ট একেকজনের একেক রকম হয়। আমাদের সর্বোচ্চব চেষ্টা থাকে সবচেয়ে ভালো খাবারটা দেয়ার। সাধারণত সব ট্যুরেই খাবার দাবার সেখানকার লোকাল মানুষরা রান্না করেন। খাবারের টেস্ট এডজাস্ট করার মানসিকতা থাকতে হবে।

এছাড়া অন্য যেকোনো প্রশ্ন বা যোগাযোগের জন্য নিম্নোক্ত নাম্বারে যোগাযোগ করার অনুরোধ রইলো।

01758904764 (রিজভী)

Leave a Reply