ট্রাভেলেটস অফ বাংলাদেশ – ভ্রমণকন্যা আগামী ২৮ শে মে ” বিশ্ব মাসিক স্বাস্থ্য দিবস-২০২১” উপলক্ষে আয়োজন করতে যাচ্ছে-
“Menstrual Health Awareness Week”
থাকছে-
★জাতীয় ও আন্তর্জাতিক সংস্থাদের সাথে সেমিনার ও বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে নারীদের প্রজনন স্বাস্থ্য নিয়ে সচেতনতা তৈরীর লক্ষ্যে সপ্তাহব্যাপী আয়োজন।
★ পোস্টার ডিজাইন প্রতিযোগীতাঃ যার প্রতিপাদ্য বিষয় হচ্ছে “মাসিক স্বাস্থ্য”।
মাসিক স্বাস্থ্য কী?
— কিভাবে মাসিক স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি করা যেতে পারে?
— কিভাবে মাসিক স্বাস্থ্য বিষয়ক কুসংস্কার গুলোকে দমন করা যেতে পারে?
এসকল দিকগুলো সম্পূর্ণ পূর্বক ছেলে ও মেয়ে উভয়ই জাতীয়ভাবে আয়োজিত এই প্রতিযোগীতায় অংশগ্রহণ করতে পারবে।
এক্ষেত্রে প্রতিযোগীরা উপরোল্লেখিত যেকোন একটি অংশ/সার্বিক বিষয়ে পোস্টার ডিজাইন করতে পারবে।
★মোট ৩টি বিভাগে পোস্টার গ্রহণ করা হবে।
১. বিভাগ ‘ক’ : ৫ম শ্রেণী-৮ম শ্রেণী
২. বিভাগ ‘খ’ : ৯ম শ্রেণী-১২শ শ্রেণী
৩. বিভাগ ‘গ’ : বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী
পোস্টার ডিজাইন প্রতিযোগীতায় বিজয়ী নির্বাচন করা হবে ২টি ধাপে;
১. পাবলিক ভোট – যাতে বরাদ্দ থাকবে ৩০% নম্বর।
২. বিচারক মন্ডলী- যাতে বরাদ্দ থাকবে ৭০% নম্বর।
পাবলিক ভোটের জন্য প্রাথমিকভাবে নির্বাচিত সকল পোস্টার আমাদের ওয়েব সাইটে প্রকাশ করা হবে ২২ তারিখে।
ভোট গ্রহণ করা হবে ২২-২৬ মে পর্যন্ত।
২৭ তারিখে আমাদের বিচারকমন্ডলী সেরা ৩ টি পোস্টার নির্বাচন করলে ২৮ তারিখে সমাপনী অনুষ্ঠানে তা ঘোষণা করা হবে।
প্রত্যেক প্রতিযোগীকে যেসকল তথ্য অবশ্যই দিতে হবেঃ-
বিভাগঃ
নামঃ
মাতার নামঃ
শ্রেণীঃ
শিক্ষা প্রতিষ্ঠানের নামঃ
জেলাঃ
ফোন নাম্বারঃ
ই-মেইল (যদি থাকে)
প্রতিযোগীতায় বিজয়ীদের জন্য যা যা থাকছে
#বই সমগ্র
#সার্টিফিকেট
#অন্যান্য উপহার সামগ্রী
#পোস্টার জমা দেওয়ার সময়ঃ ১মে থেকে ২০মে।
#জমা দেওয়ার ঠিকানাঃ
ফ্ল্যাট ৪বি,১/৭তমিজ কটেজ,ব্লক -বি,রোড -৪, লালমাটিয়া,মোহাম্মদপুর,ঢাকা
কোডঃ ১২০৭ (কুরিয়ারের ক্ষেত্রে অবশ্যই ২০ তারিখের মধ্যে প্রদত্ত ঠিকানায় পোস্টার পৌঁছাতে হবে)
অথবা স্ক্যান করে মেইল করতে পারেন travelettess02@gmail.com
পোস্টারের সফট কপি জমা দিতে অবশ্যই jpeg/pdf/png ফরমেটে দিতে হবে।
এছাড়াও “Menstrual Health Awareness Week” এর সপ্তাহব্যাপী আয়োজনে যা যা থাকছেঃ-
#১ম দিন(২২শে মে): সূচনা পর্ব ও মাসিক স্বাস্থ্য নিয়ে বিস্তারিত আলোচনা।
#২য় দিন(২৩শে মে): একজন স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডাক্তার এর পরামর্শ।
#৩য় দিন(২৪শে মে): বিভিন্ন পেশাজীবীদের সাথে মাসিক স্বাস্থ্য নিয়ে আলোচনা।
#৪র্থ দিন(২৫শে মে): ৫টি জাতীয় সংস্থার সাথে আলোচনা।
#৫ম দিন(২৬শে মে): ৫টি জাতীয় সংস্থার সাথে আলোচনা।
#৭ম দিন(২৮শে মে): ৫টি আন্তর্জাতিক সংস্থার সাথে আলোচনা এবং পোস্টার ডিজাইন প্রতিযোগীতার বিজয়ীদের নাম ঘোষনা৷আমাদের সপ্তাহ ব্যাপী এই আয়োজনে “ট্রাভেলেটস অফ বাংলাদেশ- ভ্রমণকন্যার” পক্ষ হতে সবাই আমন্ত্রিত।
————————————–
Travelettes of Bangladesh- ভ্রমণকন্যা is going to celebrate the “World Menstrual Health Day- 2021” on 28th May.“Menstrual Health Awareness Week” (22nd May-28th May):
What we are going to do:
•A week-long program with the national and international organizations to create awareness on women’s reproductive health through seminars & various activities.
-Poster design competition: The theme is “Menstrual Health”
You can include various aspects of it, like:
What is menstrual health?
How can one increase awareness regarding this? Myths and Mythbusters? etc.
*Both male and female can participate
The poster will be accepted in 3 categories:
Category ‘A’: 5th class to 8th class
Category ‘B’: 9th class to 12th class
Category ‘C’: University students
The winner of the poster design competition will be selected in two steps:
1. Public vote – 30% marks
2. Judiciary – 70% marks
All the primarily selected posters would be published on our website for public voting from 22-26th May. Our judges will select the Top 3 on 27th and we will declare the winner on 28th May at our closing ceremony.Each competitor must provide this information:
Category:
Name:
Mother’s name:
Class:
Name of the Institution:
District:
Phone Number:
E-mail :
The winner of the competition will receive:
-Books
-Certificate
-Gift items
Poster submission time: 1st May – 20th May
Submission address: Flat- 4B, 1/7 Tomij cottage,
Road-04, Block-B Lalmatia, Mohammadpur, Dhaka
Postal Code: 1207 (The poster needs to reach our address before 20th May)
Or,
Mail address: travelettess02@gmail.com
(The poster can be scanned and sent)
Format should be: jpeg/ pdf/ png
Here is what will happen on our week-long program:
“Menstrual Health Awareness Week”Day 1
Saturday (May 22):
Introductory episode and discussion on menstrual health.Day 2
Sunday (May 23):
Menstrual health advice from a professor of Gynecology and Obstetrics.Day 3
Monday (May 24):
Discussion on menstrual health with various professionals.Day 4
Tuesday (May 25):
Discussion with 5 national organizations.Day 5
Wednesday (May 26):
Discussion with 5 national organizations.Day 7
Friday (May 28):
Discussion with 5 International organizations and announcing the winner of the poster design competition.Everyone is cordially invited to this ‘Menstrual Health Awareness Week’