You are currently viewing 192: Behulate Vromonkonna

192: Behulate Vromonkonna

ভ্রমণকন্যার নৌকা “Behula-The Houseboat” এ ঘুরবো টাঙ্গুয়ার হাওড়। নতুন নৌকায়, নতুন আনন্দে বেড়ানো হবে, যান্ত্রিক জীবনের একঘেয়েমি ছেড়ে হাওড়ের জল, জঙ্গল আর বাতাস হবে সঙ্গি দুইদিনের জন্য। রাতে বেহুলায় শুয়ে গুনবো অগনিত তারা।

তারিখঃ ১৫ জুন, ২০২৩ – ১৮ জুন, ২০২৩

খরচঃ ৭২০০টাকা

যোগাযোগ: 01954457256 (শুভা)

যা যা দেখব :
#টাঙ্গুয়ার হাওর
#টেকেরঘাট
#জাদুকাটা নদী
#বারিক্কাটিলা
#শহীদ সিরাজ লেক/নীলাদ্রি লেক

যাত্রা বৃত্তান্ত:
ডে-০ ১৫ তারিখ রাতের বাসে আমরা সুনামগঞ্জ রওনা দিব
ডে-১ ১৬ তারিখ সকালে পৌঁছে চলে যাবো আমাদের নৌকা বেহুলায়।বেহুলায় ভাসতে ভাসতে হবে সকালের নাস্তা সহ সারাদিনের অন্যান্য খাবার।এইদিন আমরা হাওড়ে ঝাপাঝাপি করব। বিকেলে যাবো শহীদ সিরাজ লেক। রাতে খাবার খেয়ে বেহুলার ছাদে হবে গানের আড্ডা, এরপর রাত টা বিশাল আকাশের নিচে হাওরের বুকে নৌকায় ই ঘুমাবো।
ডে ৩-১৭ তারিখ সকালে উঠে নৌকায় ই নাস্তা করে ঘুরবো শিমুলবাগান। এরপর বারিক্কাটিলা দেখে যাদুকাটা নদীর তীরে গোসল করে রওনা দিব সুনামগঞ্জের উদ্দেশ্যে। সুনামগঞ্জ পৌঁছে রাতের খাবার খেয়ে রওনা দিব ঢাকার উদ্দেশ্যে।
ডে ৪- ১৮ তারিখ খুব সকালে আমরা ঢাকায় থাকব।

 

ইভেন্ট ফি: ৭২০০টাকা

বুকিং মানি: যেতে ইচ্ছুক হলে নিচে দেয়া বিকাশ নাম্বারে ৪০০০টাকা(৪০৮০ খরচ সহ) বিকাশ করে আপনার সিট কনফার্ম করে ফেলুন। টাকা পাঠানোর পর যে নাম্বারে টাকা পাঠিয়েছেন সেই নাম্বারে আপনার নাম+ফোন নাম্বার+বিকাশ যেই নাম্বার থেকে করেছেন সেই নাম্বারের লাস্ট ৩ টা ডিজিট ম্যাসেজ করে দিন

বিকাশ নাম্বার: 01954457256

ব্যাংক ডিটেইলস :
Bank Asia
Paltan Branch
Account name: TRAVELETTES OF BANGLADESH
Account no: 04936000090

ইভেন্ট ফি তে যা যা অন্তর্ভুক্ত 

ঢাকা-সুনামগঞ্জ-ঢাকা (নন এসি বাসে যাতায়াত)
১৬ এবং ১৭ তারিখ সকালের, দুপুরের এবং রাতের খাবার।
এক রাত থাকার খরচ
অভ্যন্তরীণ সকল যাতায়াত
লাইফ জ্যাকেট

 

ইভেন্ট ফি তে যা যা অন্তর্ভুক্ত নয়:

কোনো ঔষধ অথবা ব্যাক্তিগত কোনো খরচ

সাথে যা যা নিতে হবে:
ছোট ব্যাগ
গামছা/ক্যাপ/সানগ্লাস/ছাতা
প্রয়োজনীয় কাপড় ও ঐষধ
ক্যামেরা/পাওয়ার ব্যাংক/চার্জার
পলিথিন ফোন ঢাকার জন্য এবং ভেজা কাপড় নেয়ার জন্য
ওডোমস

বি.দ্র: ট্যুর কনফার্ম করে ট্যুরের তারিখের ৭ দিন আগে ক্যান্সেল করলে ফি অফেরতযোগ্য।

কিছু জিনিস মাথায় রাখতে হবে-
১. ভ্রমণের সময় যদি কোনো সমস্যার মুখোমুখি হই নিজেরা আলোচনা করে সমাধান করব।
২. অবস্থা পরিপেক্ষিতে যে কোনো সময়ে সিদ্ধান্ত বদলাতে পারে যেটা আমরা সকলে মিলে ঠিক করব।
৩. সবাইকে একটি বিষয় খুব ভাল ভাবে মনে রাখতে হবে যে স্পট গুলোতে কোনো রকম ময়লা ফেলা যাবে না। সাথে পলিথিন থাকবে, সেখানে ফেলতে হবে। পরে ডাস্টবিনে ফেলা হবে।
৪. স্থানীয় দের সাথে কোনো রকম বিরূপ আচরন করা যাবে না।
৫. নিজের ব্যাগ নিজের বয়ে নিতে হবে। কেউ ব্যাগ টেনে নিবে এরকম মন মানসিকতা রাখা যাবেনা৷

এছাড়া অন্যান্য প্রয়োজন ও জিজ্ঞাসায় যোগাযোগ: 01954457256 (শুভা)

Leave a Reply