খুলনা জোনঃ

খুলনা জেলা:-

আজ ২৬/১১/২০২০ তারিখে পাইকগাছা উপজেলার স্বেচ্ছাসেবক গাছ লাগিয়ে, কেক কেটে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কুলের প্রধান শিক্ষক এবং সহকারী প্রধান শিক্ষক সহ শিক্ষার্থীবৃন্দ এবং খুলনা জেলার স্বেচ্ছাসেবক। আগামী ২৭/১১/২০২০ তারিখে খুলনা জেলার স্বেচ্ছাসেবক পথশিশুেদর সাথে কিছুটা সময় কাটানো, তাদের জন্য খাবার, গেইম এবং গেইমের উপহার হিসেবে ট্রাভেলেটস লােগো এর খাতা গিফট থাকবে এবং পথশিশুদের সাথে নিয়ে কেক কাটা হবে, বাচ্চাদের মেহেদী পরানো হবে এবং বাচ্চাদের মাঝে শীতবস্ত্র বিতরণের আয়োজন করা হয়েছে।

যশোর জেলা:-

আগামী ২৭/১১/২০২০ তারিখে গাছ লাগানোর আয়োজন করা হয়েছে।

নড়াইল জেলা:-

আগামী ২৭/১১/২০২০ তারিখে গাছ লাগানোর আয়োজন করা হয়েছে।

বাগেরহাট জেলা:-

গত ২৫/১১/২০২০ তারিখে প্রোগ্রামটি আয়োজন করা হয়েছিলো। 

১) অতিথি দের শুভেচ্ছা স্মারক প্রদান।

২) কেক কাটা

৩) গাছ লাগানো(২টি বকুল গাছ) 

৪)  টুরিস্ট স্পট অর্থাৎ ষাটগম্বুজ পরিষ্কার পরিচ্ছন্ন রাখার অভিযানের মাধ্যমে অনুষ্ঠান সম্পন্ন করেছে এবং অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারী উন্নয়ন ফোরামের আঞ্চলিক সমন্বয়কারী ও বাগেরহাট সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভীন, ষাটগম্বুজ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আখতারুজ্জামান বাচ্চু, বাগেরহাট যাদুঘর এর কাস্টোডিয়ান মো. গোলাম ফেরদৌস, প্রথম আলোর জেলা প্রতিনিধি ইনজামামুল হক সহ আরো অনেকে, এছাড়া বাগেরহাট জেলার স্বেচ্ছাসেবকবৃন্দও উপস্থিত ছিলেন।

মাগুরা জেলাঃ-

আজ ২৬/১১/২০২০ তারিখে ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল, মাগুরা তে গাছ লাগিয়ে এবং কেক কেটে অনুষ্ঠান সম্পন্ন করেছে। সেখানে উপস্থিত ছিলেন মাগুরা জেলা সিভিল সার্জন, ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের তত্ত্বাবধায়ক এবং মাগুরা জেলার সকল স্বেচ্ছাসেবকবৃন্দ।

মেহেরপুর ও চুয়াডাঙ্গা জেলা:-

আগামী ২৭/১১/২০২০ তারিখে দুস্থ শিক্ষার্থীদের শিক্ষা সামগ্রী বিতারন করবে, গাছ লাগাবে, কেক কাটবে এবং কয়েকজন মুক্তিযুদ্ধাদের সম্মাননা হিসেবে ট্রাভেলেটসের লোগো এর ক্রেস্ট দিয়ে এবং শিক্ষার্থীদের শিক্ষা সামগ্রীতে থাকবে ট্রাভেলেটস লোগো দিয়ে তৈরি করা খাতা। উপস্থিত থাকবেন কয়েকজন মুক্তিযুদ্ধা এবং চুয়াডাঙ্গা ও মেহেরপুরের স্বেচ্ছাসেবকবৃন্দ।

সাতক্ষীরা জেলা:-

গত ২৫/১১/২০২০ তারিখে কেক কেটে, গাছ লাগিয়ে, বাচ্চাদের জন্য ছবি অঙ্কন প্রতিযোগিতার মাধ্যমে অনুষ্ঠান সম্পন্ন করেছে সাতক্ষীরা জেলার স্বেচ্ছাসেবক।

ঝিনাইদহ জেলা:

আজ ২৬/১১/২০২০ তারিখে গাছ লাগিয়ে এবং ছোট বড় সবাইকে নিয়ে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে অনুষ্ঠান সম্পন্ন করতেছে।

সিলেট জোনঃ-

সিলেট জেলা:-

গত ২৩/১১/২০২০ তারিখে সিলেট সরকারি উচ্চ বিদ্যালয়ে কেক কাটা ও  বৃক্ষরোপন কর্মসূচি পালিত হয়। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের অধ্যক্ষ জহুর আহমেদ, বাংলাদেশ সিলেট ভ্যালি সভাপতি রাজু গোয়ালা সহ আরো শিক্ষকবৃন্দ এবং স্বেচ্ছাসেবকবৃন্দ।

সুনামগঞ্জ জেলা:-

সুনামগঞ্জের টেকেরঘাটে ২৭/১১/২০২০ তারিখে বৃক্ষরোপন করা হবে। সেখানে স্বেচ্ছাসেবকরা উপস্থিত থাকবেন। অতিথি হিসেবে স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক থাকবেন।

হবিগঞ্জ জেলা:-

গত ২৪/১১/২০২০ তারিখে জেলার সাংস্কৃতিক প্রতিষ্ঠান সুরবিতান ললিতাকলা একাডেমিতে কেক কাটা ও বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বৃন্দাবন কলেজের প্রাক্তন অধ্যক্ষ, বাংলাদেশ পরিবেশ আন্দোলনের জেলা শাখার সভাপতি, প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি, সিনিয়র আইনজীবী ও সাংবাদিক এবং সুরবিতানের সেক্রেটারি। সাথে উপস্থিত ছিলেন জেলার স্বেচ্ছাসেবকবৃন্দ।

মৌলভীবাজার জেলা:-

গত ২৩/১১/২০২০ তারিখে জেলার আমেনা আলী শিশু একাডেমিতে কেক কাটা, বৃক্ষরোপণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও জেলার স্বেচ্ছাসেবকবৃন্দ।

বরিশাল জোনঃ

বরগুনা জেলাঃ

বরগুনা জেলাতে ২৬.১১.২০২০ তারিখে বয়রা,আকাশমণি  গাছ লাগানো হয়েছে। প্রধান অতিথি হিসেবে ছিলেন রফিকুল আমীন(প্রধান শিক্ষক)।এছাড়া স্বেচ্ছাসেবকরা মিলে কেক কাটা এবং আড্ডা আয়োজন করা হয়েছে।

পিরোজপুর জেলা:

জেলার স্বেচ্ছাসেবকবৃন্দ মিলে গত ২০ নভেম্বর আড্ডা আয়োজন করা হয়েছে এবং  জন্মদিন উপলক্ষে কেক কাটা হয়েছে।উক্ত আড্ডায় ট্রাভেলেটস অফ বাংলাদেশ এবং নারীর চোখে বাংলাদেশ নিয়ে আলোচনা করা হয়েছে।

এছাডা আগামী ২৭ নভেম্বর গাছ লাগানো হবে সকাল ১০টায়,প্রধান  অতিথি হিসেবে থাকবেন উপজেলা নির্বাহী অফিসার, ভূমি অফিসার এবং নেছারাবাদ থানা ওসি।নিমগাছ এবং অর্জুন গাছ উপজেলা পরিষদ,ভূমি অফিস এবং নেছারাবাদ থানা প্রাঙ্গনে লাগানো হবে।

ভোলা জেলাঃ

আগামী ২৭ নভেম্বর চরফ্যাশনে বৃক্ষরোপণের আয়োজন করা হবে।অতিথি হিসেবে থাকবেন চরফ্যাশন সরকারী কলেজের অধ্যাপক বিউটি বেগম৷এছাড়া কেক কাটা হবে পথশিশুদের নিয়ে ৷ ২৭ নভেম্বর সকালে ৫ সদস্যের একটি টিম চরফ্যাশন থেকে বোরহানউদ্দিন পায়ে হেঁটে যাবেন।ভ্রমনকণ্যার জন্মদিন উপলক্ষে রুগী পেলেই ৩ জন স্বেচ্ছাসেবক  রক্তদান করবেন।

পটুয়াখালী জেলাঃ

২৭ নভেম্বর চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পটুয়াখালীতে মেহগনি গাছ লাগানো হবে। এছাড়া কেক কাটা  এবং  আড্ডা আয়োজন করা হয়েছে। অতিথি হিসেবে থাকবেন তাহেরা আলী রুমা,সভাপতি বাংলাদেশ মহিলা পরিষদ। 

ঝালকাঠি জেলাঃ

ঝালকাঠিতে নিম গাছ এবং বনজ গাছ লাগানো হবে। কেক কাটা  এবং আড্ডা আয়োজন করা হয়েছে।সেখানে কাঠালিয়া মডেল সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অতিথি হিসেবে থাকবেন।

বরিশাল জেলাঃ

২৭ নভেম্বর  সকাল ১০ টা গাছ লাগানো হবে বিএম কলেজ প্রাঙ্গনে।গাছ লাগানো শেষ হলেই ১০:৩০ এ কেক কাটা হবে সবাই মিলে। অতিথি হিসেবে থাকছেন বিএম কলেজের অর্থনীতি  বিভাগের বিভেগীয় প্রধান মোঃ আক্তারুজ্জামান খান স্যার।

ময়মনসিংহ জোনঃ-

ময়মনসিংহ জেলাঃ 

২৭ নভেম্বর ঐতিহ্যবাহী শশীলজ বা  টিচার্স ট্রেনিং কলেজে গাছ লাগানো হবে এবং কয়েকজন পথশিশুকে নাস্তা করানো হবে।

জামালপুর জেলাঃ 

২৬ নভেম্বর প্রশিপস ইসলামপুর অটিজম ও বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয় এ গাছ লাগানো হবে। সেচ্ছাসেবকদের মিলনমেলা হবে এবং অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রশিপস ইসলামপুর অটিজম ও বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা।

নেত্রকোনা:

আগামী ২৭ নভেম্বর, ২০২০ নেত্রকোনার ঐতিহ্যবাহী দত্ত হাইজ স্কুলমাঠে বৃক্ষ রোপন করা হবে।এছাড়া কেক কাটা এবং কয়েকজন পথ শিশুকে খাওয়ানো হবে।

শেরপুরঃ

২৬ নভেম্বর শেরপুর সরকারি কলেজ মাঠে বৃক্ষরোপন করা হয়েছে।প্রধান অতিথি হিসেবে ছিলেন শেরপুর সরকারি কলেজের অধ্যাপক জনাব আবদুর রসিদ।এছাড়া এতিমখানা/ মাদ্রাসায় বাচ্চাদের খাওয়ানো হবে এবং  কুরআন শরীফ বিতরণ করা হবে।

রাজশাহী জোনঃ-

ট্রাভেলেটস অফ বাংলাদেশ -ভ্রমণকন্যার চতুর্থ জন্মদিন উপলক্ষে রাজশাহী জোনের আয়োজনঃ

রাজশাহী জেলাঃ

রাজশাহী জেলাতে মোট ১৫ টি গাছ লাগানো হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে।আয়োজনে প্রধান অতিথি হিসাবে ছিলেন মিনরা রহমান মিথি( প্যারামাউনট স্কুলের শিক্ষিকা, রাজশাহী 

আবৃত্তি পরিষদ এর প্রশিক্ষক,সংগঠক,সমাজসেবিকা) ।রাজশাহী বিশ্ববিদ্যালয় এর ভেতরে একটা নির্দিষ্ট এলাকায় পরে থাকা উচ্ছিষ্ট মাস্ক সাবধানতা অবলম্বন করে পরিষ্কার করা হয়েছে এবং কাজলায় মানবতা দেয়ালে কিছু শীতবস্ত্র দেওয়া হয়েছে।এছাড়া জন্মদিন উপলক্ষে কেক কাটা এবং সবাই একসাথে পিকনিক এর ব্যবস্থা করা হয়েছে। 

বগুড়া জেলাঃ

বগুড়া জেলার বগুড়া আজিজুল হক কলেজ ক্যাম্পাসে আমলকি,  হরতিক, বইরা,

জলপাই,তেতুল, আম, পেয়ারা,সবেদা,তাল, কৃষ্ণচূড়া গাছ লাগানো হবে। 

পথশিশুদের নিয়ে কেক কাটার আয়োজন করা হয়েছে।প্রধান অতিথি হিসেবে ডিসি স্যার, এসপি স্যার, সিভিল সার্জনসহ আরো গণমান্য ব্যক্তি থাকবেন।বগুড়া জেলায় ১০ জন পথ শিশু কে খাওয়ানো হবে বগুড়ার অভিজাত রেস্টুরেন্টে রোচাসে। আগামীকাল বিকাল ৩ টায় অনুষ্ঠান হবে।

জয়পুরহাট :

জয়পুরহাট জেলাতে  কলেজ ক্যাম্পাসে আম গাছ লাগানো হবে।৪-৫ জন পথের ধারের ভিক্ষুকদের জন্য  খাবার আয়োজন করা হবে।অতিথি হিসেবে থাকবেন ইউএনও স্যারঃ- মিল্টন চন্দ্র রায় এবং 

জয়পুরহাট সরকারি কলেজের প্রিন্সিপাল  স্যার দেবাশীষ দত্ত। ২৭ তারিখ সকাল ৯-১১ টায় অনুষ্ঠান হবে।

নাটোরঃ

নাটোর জেলাতে নিম গাছ লাগানো হবে, স্কুল প্রাঙ্গণে।অতিথি হিসেবে থাকবেন নাটোর সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মনােয়ম স্যার এবং শ্যামলী ম্যাডাম। ২৬ তারিখ বিকাল ৪ টায় প্রোগ্রাম। 

চাঁপাইনবাবগঞ্জঃ

২৬ শে নভেম্বর চাপাইনবাবগঞ্জ জেলাতে আমলকি, জলপাই, নিম, কৃষ্ণচূড়া, তেতুল গাছ ২ টি করে মোট ১০ টি গাছ লাগানো হবে নবাবগঞ্জ সরকারি কলেজে।গাছ লাগানোর সময় অতিথি হিসেবে নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ মহোদয় থাকবেন। 

সিরাজগঞ্জঃ

২৭ তারিখে সিরাজগঞ্জ জেলাতে নিম গাছ লাগানো হবে লক্ষীমতি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে। 

প্রধান অতিথি হিসেবে থাকবেন লক্ষীমতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দা তাহমিনা জামান।

পাবনা জেলাঃ

পাবনা জেলার সাহা পড়া, চাটমোহরে ২৭ শে নভেম্বর বৃক্ষরোপণ করা হবে।

অতিথি হিসেবে থাকবেন মোঃ সৈকত ইসলাম 

উপজেলা নির্বাহী কর্মকর্তা, চাটমোহর, পাবনা এবং কে এম বেলাল হোসেন স্বপন 

সভাপতি, বাংলাদেশ মানবাধিকার কমিশন চাটমোহর উপজেলা শাখা। 

নওগাঁ জেলাঃ 

২৬ শে নভেম্বর  নওগাঁ সদর ও সান্তাহার রেল ষ্টেশন এ বৃক্ষরোপণ কর্মসূচি সকাল   দশটায়  আয়োজন করা হয়েছে।প্রধান অতিথি হিসেবে থাকবেন তাসলিমা ফেরদৌস, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক বঙ্গবন্ধু  শিক্ষা ও গবেষণা পরিষদ নওগাঁ জেলা.এছাড়া ১০ জন  অসহায় মানুষদের খাবার বিতরণ করা হবে।

ঢাকা জোন

গাজীপুর জেলাঃ

গাজীপুর জেলাতে অসহায় মহিলাদের মাঝে প্যাড ও মাস্ক বিতরণ, মেন্সট্রুয়াল হাইজেন সম্পর্কে সচেতন করা হয়েছে।এছাড়া বাচ্চাদের চকোলেট বিতরণ ও কেক কাটার আয়োজন করা হয়েছে।

কিশোরগঞ্জ জেলাঃ

কিশোরগঞ্জ জেলাতে গত ১৫ নভেম্বর আকাশী গাছ  রোপণ ও  সুবিধাবঞ্চিত মানুষদের মাঝে মাস্ক

বিতরণের মাধ্যমে ট্রাভেলেটস অফ বাংলাদেশ -ভ্রমণকন্যার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।

ঢাকা জেলা –

 ট্রাভেলেটস অব বাংলাদেশের ৪র্থ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ঢাকা জেলার পক্ষ থেকে গত ২১ নভেম্বর ২০২০, শনিবার সকাল ১১ঃ৩০ মিনিটে ঢাকার অদূরে নয়ারহাটে একটি মহিলা মাদ্রাসায় হাফেজ বাচ্চাদেরকে ১০ টি কোরআন দান, মাদ্রাসায় “Good Touch, Bad Touch” সম্পর্কে ওয়ার্কশপ, ৩০টি বাচ্চাদের মাঝে স্ন্যাক্স দেয়া এবং একটি বৃক্ষরোপণ কার্যক্রম করা হয়েছে। 

নরসিংদী জেলা –

আগামী ২৭ শে নভেম্বর  “Travelettes of Bangladesh — ভ্রমণকন্যা” সংগঠনের ৪র্থ বর্ষপূর্তি উপলক্ষে বাংলাদেশের প্রতিটি জেলায় একযোগে বৃক্ষরোপণ কর্মসূচী পালন করা হচ্ছে। এ উপলক্ষে  নরসিংদী জেলার পক্ষ থেকে গত ২৫শে নভেম্বর সকাল ১১:০০ টায় নরসিংদী জেলার পুটিয়া ইউনিয়ন পরিষদ সংলগ্ন মাঠে একটি বৃক্ষরোপণ কর্মসূচী পালিত হয়েছে । এ সময় সবার মাঝে উপস্থিত ছিলেন উক্ত পুটিয়া ইউপি চেয়ারম্যান খন্দকার হাসান উল সানি এলিছ এবং পাশাপাশি ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড নরসিংদী, ইটাখোলা এজেন্ট শাখার পরিচালক মোঃ গোলাপ ভূঁইয়াও উপস্থিত ছিলেন।

শরিয়তপুর জেলা ঃ

শরীয়তপুরের ড্যামুডা স্বাস্থ্য কমপ্লেক্স চত্ত্বরে বৃক্ষরোপণ করা হয়েছে।অতিথি হিসেবে ছিলেন ডামুড্যা উপজেলার ইউএইচএফপিও মহোদয় শেখ মোহাম্মদ মোস্তফা খোকন এবং ডামুড্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী সার্জন এবং ‘Travelettes of Bangladesh – ভ্রমণকন্যার’ প্রতিষ্ঠাতা ডা. মানসী সাহা।

ফরিদপুর জেলাঃ

আগামী ২৭ নভেম্বর Travelettes Of Bangladesh-ভ্রমনকণ্যার ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে দিনটি উদযাপন করার লক্ষ্যে “Travelettes Of Bangladesh” এর “নারীর চোখে বাংলাদেশ” এর ঢাকা জোনের ফরিদপুর জেলার পক্ষ হতে গত ২২ নভেম্বর ২০২০, রবিবার বিকাল ৩:৩০ মিনিটে ফরিদপুর সদরে অবস্থিত একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাসিক স্বাস্থ্য বিষয়ক (কিশোরী ছাত্রীদের লক্ষ্যে আয়োজিত) এবং নিরাপদ ও অনিরাপদ স্পর্শ বিষয়ক (অপ্রাপ্ত বয়স্ক ছাত্রীদের লক্ষ্যে আয়োজিত) ওয়ার্কশপ, একটি মেয়ের ১বছরের স্যানিটারি ন্যাপকিনের দায়িত্ব নেওয়া, একটি বারোমাসি ফলগাছ রোপণ আয়োজন সম্পন্ন করা হয়েছে।

মু‌ন্সিগন্জ :  

“Travelettes of Bangladesh – ভ্রমণকন্যা” সংগঠনের চতুর্থ বর্ষপূর্তি উপলক্ষে সারাদেশের ন্যায় মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় বৃক্ষরোপন কর্মসূচী পালন করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) উপজেলা মহিলা হোস্টেল প্রাঙ্গণে বৃক্ষরোপন কর্মসূচীতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলার মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মহিলা বিষয়ক অধিদপ্তরের ট্রেইনার লিপি আক্তার ও আফরোজা আক্তার ।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দারিদ্র বিমোচন দপ্তরে কর্মরত মনোয়ারা বেগম ও সংগঠনের মুন্সিগঞ্জের  জেলার ভলান্টিয়ার রাবেয়া বসরী ও কুমিল্লা জেলার ভলান্টিয়ার মারিয়া খন্দকার । এসময় উপজেলার মহিলা হোস্টেল প্রাঙ্গনে একাধিক পেয়ারা গাছের চারা রোপন করা হয়।

গোপালগঞ্জঃ

“Travelettes of Bangladesh _ভ্রমনকন্যা” সংগঠনের চতুর্থ  বর্ষপূর্তি উপলক্ষে সারাদেশের ন্যায় গোপালগঞ্জ জেলার পক্ষ থেকে “শেখ সায়রা খাতুন মেডিকেল কলেজ হাসপাতাল”  প্রাঙ্গণে বৃক্ষরোপণ করা হয়। উপস্থিত ছিল ট্রাভেলেটস অফ বাংলাদেশের অর্থ সম্পাদক ডাঃ সাদিয়াতুল  মুনতাহা যিদনী এবং শেখ সায়রা খাতুন মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকবৃন্দ।

মাদারীপুর ঃ

Travelettes of Bangladesh – ভ্রমণকন্যা সংগঠনের ৪র্থ বর্ষপূর্তিকে উপলক্ষে ২৭ নভেম্বর সকাল ১০:৩০ মিনিটে সৈয়দ আবুল হোসেন কলেজ, খোয়াজপুর, টেকেরহাট, মাদারীপুর- এ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্যোগ নেওয়া হয়েছে। 

কর্মসূচিতে উপস্থিত থাকবেন, সৈয়দ আবুল হোসেন কলেজের অধ্যক্ষ প্রকাশ চন্দ্র নাগ, পদার্থ বিজ্ঞান বিষয়ের সহকারী অধ্যাপক মজিবুর রহমান ফরাজি, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক রুমেনা আফরোজ এবং ‘নারীর চোখে বাংলাদেশ’ এর মাদারীপুর জেলার ভলান্টিয়ারগণ।

রংপুর জোনঃ

ঠাকুরগাঁওঃ

২৫ শে নভেম্বর ঠাকুরগাঁও জেলার স্বেচ্ছাসেবকরা আড্ডা আয়োজন করেছেন ও  সবাই  মিলে প্লাস্টিকের বোতল জোগাড় করে বোতল কেটে গাছ লাগিয়েছেন বড় মাঠের চারপাশে।

লালমনিরহাটঃ

আগামী ২৭ নভেম্বর লালমনিরহাট জেলার শহীদ মিনারের পাশে কৃষ্ণচূড়া গাছ লাগানো হবে।

দিনাজপুরঃ

আগামী ২৭ নভেম্বর দিনাজপুর জেলায় ছাদ ফলজ/ভেষজ গাছ লাগানো হবে এবং বিভিন্ন স্থানে বৃক্ষরোপন করা হবে।

কুড়িগ্রামঃ

 ২৭ নভেম্বর কুড়িগ্রাম জেলার স্বেচ্ছাসেবকরা মিলে বিদ্যালয়ে আড্ডা দিবেন এবং বৃক্ষরোপণ করবেন।

পঞ্চগড়ঃ

ট্রাভেলেটস অফ বাংলাদেশ -ভ্রমণকন্যার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ২৭ নভেম্বর পঞ্চগড়  শিল্পকলা একাডেমিতে গাছ  লাগানো হবে।

গাইবান্ধাঃ

গাইবান্ধা গত  ২২ নভেম্বর পলাশবাড়ী মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় ও এস এম বি আদর্শ বহুমুখী স্কুল এন্ড কলেজে গাছ লাগিয়েছেন।

নীলফামারীঃ

আগামী ২৭ নভেম্বর নীলফামারী জেলাতে ফলজ গাছ লাগানো হবে।

রংপুরঃ

রংপুর জেলা ২৭ তারিখে স্বেচ্ছাসেবকরা মিলে কারমাইকেল প্রাথমিক বিদ্যালয়ে নিমগাছের চারা রোপণ করবেন।

চট্টগ্রাম জোন

রাঙ্গামাটি জেলাঃ

ট্রাভেলটস অব বাংলাদেশ-ভ্রমণকন্যার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে “নারীর চোখে বাংলাদেশ” প্রজেক্টের  সদস্যরা  রাঙামাটি সদরে আলুটিলা গ্রামে  ‘উপগুপ্ত বনবিহার’ নামক স্থানে  বৃক্ষরোপণ করেন। নানিয়ারচর,  বরকল, রাজস্থলী, রাঙামাটি সদর উপজেলার ভলান্টিয়ার সহ আলুটিলা উপগুপ্ত বনবিহারের আবাসিক প্রধান শ্রদ্ধেয়  রত্মজ্যোতি ভিক্ষু এবং গ্রামপ্রধান (কার্বারী)   বাবু রবিধন চাকমা  মহোদয় উপস্থিত ছিলেন।

চট্টগ্রাম জেলাঃ

ট্রাভেলেটস অফ বাংলাদেশ ‘ভ্রমণ কন্যা’র ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকীতে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলা শাখা বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে।

২৬ নভেম্বর দুপুরে উপজেলার মরিয়ম আশ্রম উচ্চ বিদ্যালয়ে উপজেলা শাখার সদস্য হুমাইরা আশরাফীর সভাপতিত্বে বৃক্ষরোপন কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন বড়উঠান ইউপি চেয়ারম্যান মো. দিদারুল আলম চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন মরিয়ম আশ্রম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ব্রাদার সানচয় এম রোজারিও সিএসসি, কালের কন্ঠ কর্ণফুলী প্রতিনিধি হুমায়ূন কবির শাহ্ সুমন, সংগঠনের চট্টগ্রাম জেলার লিডার কনক প্রমানিক।

কক্সবাজারঃ

আগামী ২৭  তারিখ ভ্রমণ কন্যার ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কলাতলী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সকাল দশটা থেকে প্রোগ্রাম শুরু করবেন।

উপস্থিত থাকবেন ড.সাকিয়া হক ,স্কুলের প্রধান শিক্ষক সহ অন্যন্য শিক্ষকমন্ডলী সহ নারীর চোখের বাংলাদেশের ভলান্টিয়ারস এবং স্কুলের জন শিক্ষার্থী। 

 

কুমিল্লাঃ

Travelettes Of Bangladesh-ভ্রমণকন্যা সংগঠনের ৪র্থ বর্ষপূর্তিতে  সকাল ১০ ঘটিকায় কুমিল্লা জেলায় নারীর চোখে বাংলাদেশ-The scooty girls এর ভলান্টিয়ার দের পক্ষ থেকে ছোটরা মালেকা মমতাজ সরকারি বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি এবং কুমিল্লা শিশু পার্কে পথশিশুদের করোনা সতর্কবাণী দিয়ে মাস্ক বিতরণী ,হাত ধোঁয়ার সাবান ,কেক,বিস্কিট দিয়ে আনন্দের সময় কাটানোর কর্মসূচির আয়োজন করা হয়।

এসময় অন্যান্যদের  মধ্যে উপস্থিত ছিলেন ২নং ওয়ার্ডের কাউন্সিলর জনাব  মাসুদুর মাসুদ এবং কুমিল্লা সরকারি কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের লেকচারার জনাব সাইফ বাবু স্যার এবং নারীর চোখে বাংলাদেশ এর স্বেচ্ছাসেবী বৃন্দ ❤️