আপনি কি এই অস্বাভাবিক গরমে অতিষ্ঠ?
জলবায়ু পরিবর্তনের ভয়াবহতা টের পাচ্ছেন?
প্রকৃতি ও পরিবেশের জন্য কিছু করতে আগ্রহী?
ভ্রমণকন্যা ও ইয়াং বাংলা আয়োজন করেছে Draw to aware 1.0 এঁকে ফেলুন জলবায়ু পরিবর্তন নিয়ে আপনার ভাবনা এবং পাঠিয়ে দিন আমাদের কাছে। আপনার আঁকা/তৈরি করা পোস্টার দিয়ে আমরা সচেতন করব নাগরিকদের। সচেতনতামূলক কর্মসূচির পাশাপাশি দুই ক্যাটাগরির মোট ৬ টি সেরা পোস্টার পাবে পুরস্কার! ও অংশগ্রহণ করার সাথে সাথে ই-সার্টিফিকেট তো থাকছেই।
পোস্টার জমা দেয়ার নিয়মাবলী:
- ৫-৬০ বছর বয়সী যে কেউ প্রতিযোগিতার জন্য পোস্টার জমা দিতে পারবেন।
- প্রতিযোগিতার জন্য দুটি বিভাগ আছে ক্যাটাগরি A : হাতে আঁকা পোস্টার ক্যাটাগরি বি: ডিজিটাল আর্ট/ডিজিটাল পোস্টার
- একজন প্রতিযোগী উভয় বিভাগেই অংশগ্রহণ করতে পারবেন।
- প্রত্যেক অংশগ্রহণকারী প্রতিটি বিভাগে সর্বোচ্চ ৫ টি এবং সর্বনিম্ন ১টি পোস্টার জমা দিতে পারবেন।
- প্রতিটি বিভাগে সেরা ৩ টি পোস্টার নির্বাচিত করা হবে এবং সেরা ৩টি পোস্টার তৈরি করা শিল্পীকে পুরস্কার এবং সার্টিফিকেট দেয়া হবে।
- প্রত্যেক অংশগ্রহণকারী অংশগ্রহণের একটি ই- সার্টিফিকেট পাবেন।
- সম্পূর্ণ প্রক্রিয়া চলাকালীন পোস্টারটির হার্ড কপি সাবধানে সংরক্ষণ করা আবশ্যক। (কেবল হাতে আঁকা পোস্টারের জন্য প্রযোজ্য)
- সত্যতার পর্যাপ্ত প্রমাণ সংরক্ষণ করতে হবে।
কিভাবে জমা দিতে হবে:
- আপনার পোস্টার স্ক্যান করুন (শুধুমাত্র হাতে আঁকা পোস্টারের জন্য প্রযোজ্য)
- নিম্নলিখিত পদ্ধতি ব্যবহার করে ফাইলটির নাম পরিবর্তন করুন নাম_বিভাগ_বয়স_ফোন নম্বর উদাহরণ: সাকিয়া_বিভাগ B_30_017123456789 Manoshi_CategoryA_30_017123456789
- বিষয় সহ info@travelettesofbangladesh.org-এ আমাদের ইমেল করুন। বিষয়: 'Draw to Aware'
- নিম্নলিখিত প্যাটার্ন ব্যবহার করে ইভেন্টে পোস্ট করে আপনার জমা নিশ্চিত করুন: '********@gmail.com থেকে 2টি বিভাগে 4টি পোস্টার জমা দেওয়া হয়েছে। '
আমরা আপনার পোস্টে মন্তব্য করার পাশাপাশি আপনাকে ইমেইল করে আপনার অংশগ্রহণ নিশ্চিত করব।
বি. দ্র উল্লিখিত কোনো নিয়ম পালন না করলে আপনার অংশগ্রহণ বাতিল বলে বিবেচনা করা হতে পারে।