You are currently viewing ২২৮:সামার স্পেশাল ডে-ট্রিপ “রেইন ফরেস্ট ইকো রিসোর্টে – ভ্রমণকন্যারা”
event228

২২৮:সামার স্পেশাল ডে-ট্রিপ “রেইন ফরেস্ট ইকো রিসোর্টে – ভ্রমণকন্যারা”

এক্টিভিটি করে সুইমিং পুলে ইচ্ছামত দাপাদাপি হবে। থাকবে মজাদার সব খাবার।
ঢাকার খুব কাছে সবুজে ঘেরা, মনোরম এবং এক্টিভিটির জন্য উপযোগী “রেইন ফরেস্ট ইকো রিসোর্ট”। একসাথে আড্ডা হবে, গল্প হবে, হবে নির্জন ঠান্ডা প্রকৃতির মাঝে ডুব দেয়া, সাথে থাকবে পুলের পানির মধ্যে ঝাঁপাঝাপি, আর বিভিন্ন রকমের এক্টিভিটিস।এমন একটা ট্যুরে চাইলে ভ্রমণকন্যাদের সাথে সঙ্গী হতে পারেন আপনিও।
ট্যুর প্যাকেজে যা যা থাকছে-
★রিজার্ভ এসি ট্রান্সপোর্টে যাতায়াত;
★সকালের নাস্তা;
★দুপুরের খাবার;
★বিকালের নাস্তা;
★শেয়ারিং রেস্ট রুম;
★এক্টিভিটি;
★সুইমিংপুল।
আমরা যা দেখবো-
★ রেইন ফরেস্ট ইকো রিসোর্টে সারাদিন কাটাবো।
যাত্রা শুরু: ২৬ এপ্রিল, ২০২৪ (সকাল)
ফেরার তারিখ : ২৬ এপ্রিল (সন্ধ্যা)
ভ্রমণের সময়সীমা : ডে-ট্যুর
ইভেন্ট ফি: ৩৫০০ টাকা
বুকিং মানি: ৩৫৭০ টাকা (বিকাশ খরচসহ )
বিকাশ নাম্বার : 01758904764
আমাদের ব্যাংকের মাধ্যমে পেমেন্ট করতে পারেন-
ব্যাংক ডিটেইলস :
Bank Asia
Paltan Branch
Account name : Travelettes of Bangladesh
Ac no : 04936000090

ইভেন্ট ডি – ২৬ই এপ্রিল(শুক্রবার) ,২০২৪

সকাল ৭ টার মধ্যে আমরা থেকে আমাদের রিজার্ভ গাড়িতে রওনা হবো রিসোর্টের উদ্দেশ্যে। সেখানে গিয়ে সকালের নাশতা করে নিবো। তারপর সবাই মিলে ঘুরে দেখবো আশেপাশে। রিসোর্টে রয়েছে বিভিন্ন রকমের এক্টিভিটিস এর ব্যবস্থা সেগুলোতে অংশগ্রহণ করবো। সাথে থাকবে পুলে ঝাঁপাঝাপি ।
দুপুর এ লাঞ্চ করবো রিসোর্টের ভেতরেই। তারপর সেখানেই নিজেদের মত সময় কাটাবো এবং চলবে ফটোসেশান । সন্ধ্যার আগেই আবার আমরা রওনা হবো ঢাকার উদ্দেশ্যে।
প্যাকেজের বাইরে-
★যাতায়াতের সময় রাস্তায় যে কোনো খাওয়া দাওয়ার খরচ;
★ওষুধের খরচ;
★সকাল, দুপুর, সন্ধ্যার খাবার আমরা প্রোভাইড করবো সেগুলো ছাড়া অন্যান্য যে কোনো খাবারের বিল;
★আমরা উল্লেখ করিনি এমন কোনো খরচ।
ভ্রমনের সময় যা অবশ্যই মাথায় রাখতে হবে:
★যেহেতু গ্রুপ ট্যুর, তাই অবশ্যই গ্রুপে সবার সাথে মিলেমিশে থাকতে হবে। যে কোনো সমস্যায় হোস্ট কে জানাতে হবে।
★যে কোন প্রাকৃতিক দুর্যোগ বা অন্য কোন কারণে ট্যুর প্ল্যান এর পরিবর্তন হতে পারে। সেক্ষেত্রে এডমিনের সিদ্ধান্তই চুড়ান্ত হবে।
যেকোনো প্রয়োজনে যোগাযোগ: 01758904764
*বি:দ্র: ট্যুর কনফার্ম করে ট্যুরের তারিখের ৭ দিন আগে ক্যান্সেল করলে কনফার্মেশন ফি অফেরতযোগ্য।

Leave a Reply