You are currently viewing ২৩২: “পূর্ণিমায় সমুদ্রস্নান স্পেশাল” কক্সবাজারে ভ্রমণকন্যা
event_232

২৩২: “পূর্ণিমায় সমুদ্রস্নান স্পেশাল” কক্সবাজারে ভ্রমণকন্যা

INFO

পর্যটন রাজধানী কক্সবাজার।
বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে অবস্থিত একটি শহর। কক্সবাজার তার নৈসর্গিক সৌন্দর্য্যের জন্য বিখ্যাত। এখানে রয়েছে বিশ্বের দীর্ঘতম অবিচ্ছিন্ন প্রাকৃতিক বালুময় সমুদ্র সৈকত, যা ১২২ কি.মি. পর্যন্ত বিস্তৃত।
একপাশে পাহাড় আর অন্যপাশে সমুদ্র নিয়ে ছুটে চলা মেরিন ড্রাইভ বাংলাদেশের সুন্দরতম রাস্তার একটি।
তাই এবার পূর্ণিমায় সমুদ্রস্নানে কক্সবাজার যাচ্ছে ভ্রমণকন্যারা, চাইলে আপনিও আমাদের সঙ্গী হতে পারেন।

আমরা যা যা দেখবো:

ভ্রমণ বৃত্যান্ত

⭕ ২৩ তারিখ রাতে এসি বাসে ঢাকা থেকে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা৷
⭕ ২৪ তারিখ ভোরে কক্সবাজার পৌছায়ে ব্রেকফাস্ট করে হোটেলে চেক ইন৷ দুপুরের খাবার খেয়ে বীচে ঘুরা, ফটোসেশান। সূর্যাস্ত দেখা, সন্ধ্যার পরে বীচের পাশে বসে গান আড্ডায় মেতে থাকা।পূর্ণিমা উপভোগ করা৷
⭕ ২৫ তারিখ সকালের নাস্তা করে। হোটেল থেকে চেকআউট করে নিবো৷ তারপর হিমছড়ি, ইনানী, মেরিন ড্রাইভ, মিনি বান্দরবান, পাটুয়ারটেকের উদ্দেশ্যে রওনা দিবো। দুপুরের খাবার পাটুয়ারটেকের একটা রেস্টুরেন্টে সেরে নিবো৷ সারাদিন ঘুরে হোটেলে ব্যাক করবো (হোটেলে ফ্রেশ হওয়ার জন্য রুমের ব্যবস্থা করা থাকবে)। রাতের বাসে ঢাকা ফিরবো৷
⭕ ২৬ তারিখ খুব ভোরে ঢাকা থাকবো ইনশাআল্লাহ।

যাত্রার তারিখ

২৩ শে মে, ২০২৪

ফেরার তারিখ

২৬ শে মে, ২০২৪

ভ্রমণের সময়সীমা

০৩ রাত ০২ দিন

ইভেন্ট ফি: ৬৩৯৯ টাকা

বুকিং মানি: ৩০৬০ টাকা( বিকাশ খরচ সহ)

01517026521

(বিকাশ খরচ সহ)

Paltan Branch
Account name: TRAVELETTES OF BANGLADESH
Account no: 04936000090

বিকাশ/ব্যাংকের  করে, আপনার নাম, ফোন নাম্বার এবং বিকাশ নাম্বারের শেষ ৩ টি ডিজিট বিকাশ/সম্পূর্ণ ব্যাংকের  নাম্বার মেসেজ দিয়ে আপনার সিট কনফার্ম করুন।

ইভেন্ট খরচে যা যা খরচ অন্তর্ভুক্ত থাকছে:
 
⭕  ঢাকা – কক্সবাজার – ঢাকা ( এসি বাস)
⭕ ০৫ বেলা খাবার
⭕ জীপের ভাড়া
⭕ এন্ট্রি ফি
⭕ রুম ভাড়া
 
যা যা অন্তর্ভুক্ত নয়:
 
⭕ কোনো ব্যক্তিগত খরচ
⭕ ইভেন্টে উল্লেখ করা নেয় এমন কোনো খরচ।

জিনিস মাথায় রাখতে হবে-

১. ভ্রমণের সময় যদি কোনো সমস্যার মুখোমুখি হই নিজেরা আলোচনা করে সমাধান করব।
২. অবস্থা পরিপেক্ষিতে যে কোনো সময়ে সিদ্ধান্ত বদলাতে পারে যেটা আমরা সকলে মিলে ঠিক করব।
৩. সবাইকে একটি বিষয় খুব ভাল ভাবে মনে রাখতে হবে যে স্পট গুলোতে কোনো রকম ময়লা ফেলা যাবে না। সাথে পলিথিন থাকবে, সেখানে ফেলতে হবে। পরে ডাস্টবিনে ফেলা হবে।
৪. স্থানীয় দের সাথে কোনো রকম বিরূপ আচরন করা যাবে না।
৫. নিজের ব্যাগ নিজের বয়ে নিতে হবে। কেউ ব্যাগ টেনে নিবে এরকম মন মানসিকতা রাখা যাবেনা৷
৬. খাবারের টেস্ট একেকজনের একেক রকম হয়। আমাদের সর্বোচ্চব চেষ্টা থাকে সবচেয়ে ভালো খাবারটা দেয়ার। সাধারণত সব ট্যুরেই খাবার দাবার সেখানকার লোকাল মানুষরা রান্না করেন। খাবারের টেস্ট এডজাস্ট করার মানসিকতা থাকতে হবে।

এছাড়া অন্য যেকোনো প্রশ্ন বা যোগাযোগের জন্য নিম্নোক্ত নাম্বারে যোগাযোগ করার অনুরোধ রইলো।

01517026521 (মুনমুন)

Leave a Reply