পৃথিবীর ভূস্বর্গ!
মুঘল সম্রাট জাহঙ্গীর স্বয়ং নিজে নাকি বলেছিলেন, পৃথিবীতে যদি কোথাও স্বর্গ থাকে তবে তা কাশ্মীরেই। এমন জায়গায় কে না যেতে চায়! কাশ্মীর সব সিজনেই যেন অপরুপা। সমস্ত ভ্যালি জুড়ে নানা রঙের ফুল। সবুজ পাহাড়ের চূড়ায় সাদা বরফ, সারি সারি আপেল বাগানে আপেল ধরে আছে, পাহাড়ি নদী সব মিলিয়ে একটা অসাধারণ প্রকৃতি। মিনি সুইজারল্যান্ড খ্যাত পহেলগাঁও থেকে শুরু করে গুলমার্গ, সোনমার্গ সব জায়গায় পদচারণা তো থাকবেই।
অক্টোবরে কাশ্মীরে আপেল সিজন। পাবেন মিষ্টি রোদের সুন্দর ওয়েদারও।
*** বাস/ট্রেন/এয়ার যেকোনো মাধ্যমেই আপনারা আসতে পারবেন শ্রীনগর। শ্রীনগরে ডিনার এবং রাতে হোটেলে থাকার মাধ্যমে আমাদের ইভেন্ট শুরু হবে।
*** কেউ চাইলে সরাসরি শ্রীনগর যুক্ত হতে পারবেন অথবা হোস্টের সাথেই আসা-যাওয়া করতে পারবেন(খরচ নিজের)। হোস্ট এয়ারে যাবে আগের দিন।
যাত্রার তারিখ
১৫ অক্টোবর, ২০২৪
ফেরার তারিখ
২০ অক্টোবর, ২০২৪
ভ্রমণের সময়সীমা
০৬ দিন ০৫ রাত
ভ্রমণ বৃত্যান্ত
১৫ অক্টোবর: ল্যান্ড করে শ্রীনগরের রাত থাকা
১৬ অক্টোবর: হোটেল থেকে সোনমার্গ ডে ভিজিট
১৭ অক্টোবর: হোটেল থেকে গুলমার্গ ডে ভিজিট
১৮ অক্টোবর: শ্রীনগর থেকে পেহেলগাম ভিজিট করে, পেহেলগামে হোটেলে রাত্রিযাপন।
১৯ অক্টোবর: পেহেলগাম থেকে শ্রীনগরে ভিজিট
২০ অক্টোবর: ড্রপ অফ টু শ্রীনগর
সাথে যা যা নিতে হবে
★ স্টুডেন্ট আইডি কার্ড/ন্যাশনাল আইউি কার্ড নিতে হবে;
★ পাসপোর্ট (অবশ্যই ইন্ডিয়ান ভিসা থাকতে হবে এবং পাসপোর্টের মেয়াদ ছয়মাসের বেশি থাকতে হবে);
★ করোনার ভ্যাকসিন সার্টিফিকেট;
★ পাসপোর্টে ডলার এন্ড্রোস;
★পাসপোর্ট সাইজের ছবি;
★ পাসপোর্ট এবং ভিসার ফটোকপি;
★ কর্মক্ষেত্রের সনদ (NOC);
★ প্রয়োজনীয় ঔষধ;
★ পাওয়ার ব্যাংক;
★ শীতের ভারী কাপড়।
ভারতীয় ভিসার জন্য প্রয়োজনীয় কাগজপত্র:
# পাসপোর্ট (মেয়াদ মিনিমাম ৬-১০ মাস থাকতে হবে)
# ইউটিলিটি বিলের কপি (বিদ্যুৎ/গ্যাস/পানি)
# ব্যাংক স্টেটমেন্ট/ডলার এন্ড্রোসমেন্ট (অ্যাকাউন্টে সর্বনিম্ন ২০,০০০ টাকা থাকতে হবে/ ১৫০-২০০ ডলার এন্ড্রোসমেন্ট করতে হবে)
# চাকুরিজীবী দের ক্ষেত্রে NOC, ব্যবসায়ী হলে ট্রেড লাইসেন্স, গৃহিণী হলে স্বামীর কাগজপত্রের কপি, স্টুডেন্ট হলে স্টুডেন্ট আইডি কার্ড, সরকারি কর্মকর্তা হলে GO থাকতে হবে।
# জাতীয় পরিচয়পত্র/জন্ম নিবন্ধনের কপি।
# দুই কপি (২”/২”) সাদা ব্যাকগ্রাউন্ডের রঙিন ছবি।
# পুরাতন পাসপোর্ট থাকলে অবশ্যই সাথে জমা দিতে হবে।
# অনলাইনে ভিসার আবেদন ফর্ম
ইভেন্ট ফি: ২৩,৫০০ (ইন্ডিয়ান রুপি)
বুকিং মানি: ১৫,০০০ টাকা ( বিকাশ খরচ সহ)
Paltan Branch
Account name: TRAVELETTES OF BANGLADESH
Account no: 04936000090
01745669353
(বিকাশ খরচ সহ)
বিকাশ/ব্যাংকের করে, আপনার নাম, ফোন নাম্বার এবং বিকাশ নাম্বারের শেষ ৩ টি ডিজিট বিকাশ/সম্পূর্ণ ব্যাংকের নাম্বার মেসেজ দিয়ে আপনার সিট কনফার্ম করুন।
উল্লেখ্য, এই টাকা নন-রিফান্ডেবল। বাকি টাকাটা রুপিতে নেয়া হবে।
জিনিস মাথায় রাখতে হবে-
১. রুম শেয়ার বেসিসে থাকতে হবে দুই জন। এমন মন মানসিকতা থাকতে হবে। কোনো সমস্যার সম্মুখীন হলে নিজেরা আলোচনা করে সমাধান করবো।
২. অবস্থা পরিপ্রেক্ষিতে যে কোনো সময়ে সিদ্ধান্ত বদলাতে পারে যেটা আমরা সকলে মিলে ঠিক করব।
৩. সবাইকে একটি বিষয় খুব ভাল ভাবে মনে রাখতে হবে যে স্পটগুলোতে কোনো রকম ময়লা ফেলা যাবে না।
৪. স্থানীয়দের সাথে কোনো রকম বিরূপ আচরণ করা যাবে না।
৫. যেকোনো ধরনের প্রাকৃতিক নির্দেশনায় আমরা সময় উপযোগী সিদ্ধান্ত নিবো এবং হোস্টের সিদ্ধান্ত সর্বোচ্চ প্রাধান্য দেয়ার।
এছাড়া অন্য যেকোনো প্রশ্ন বা যোগাযোগের জন্য নিম্নোক্ত নাম্বারে যোগাযোগ করার অনুরোধ রইলো।