Date/Time
Date(s) - 08/04/2020 - 30/04/2020
12:00 am
Categories No Categories
মানবতার হাত বাড়ান আপনিও।
করোনা ভাইরাসের মহামারি তে অসুবিধায় আছে হাজারো পরিবার। তাদে জন্য এগিয়ে আসুন আপনিও ।
আমাদের সংগঠন প্রতিষ্ঠার পর থেকেই আমরা বিভিন্ন পরিস্থিতিতে বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করে আসছি।
আমাদের সংগঠন এর মূল উদ্দেশ্য ভ্রমণ হলেও আমরা আমাদের কাজ কে কেবল ভ্রমণের মধ্যে সীমাবদ্ধ রাখতে চাইনি। অতীতেও আমরা সমাজ সচেতনতার লক্ষ্যে ৬৪ টি জেলায় “নারীর চোখে বাংলাদেশ” নামক একটি প্রজেক্ট পরিচালনা করি। যেখানে স্কুলগামী শিক্ষার্থীদের সামাজিক ও স্বাস্থ্য বিষয়ে সচেতন করি। দেশের এই ক্রান্তিকালে অনেকেই দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছেন। আমরা যেহেতু বিভিন্ন জায়গায় ভ্রমণ করি তাই দেশের প্রত্যন্ত এলাকা সম্পর্কে আমাদের ভালো ধারণা রয়েছে। আমরা চেয়েছিলাম প্রান্তিক অঞ্চলের মানুষদের খাবারের কষ্ট কিছুটা লাঘব করতে। কেননা প্রান্তিক অঞ্চলের মানুষেরা কষ্টে থাকলেও সে পর্যন্ত সহজে খাদ্যসামগ্রী পৌছায়না। সে লক্ষ্যেই গত ৫/৪/২০ ইং তারিখে স্থানীয় ভলেন্টিয়ার এর সহযোগীতায় সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার টেকেরঘাট, লাকমাছড়া ও রতনশ্রী গ্রামের ৭৫ টি পরিবারের কাছে খাদ্যসামগ্রী পৌঁছাই আমরা। ৭/৪/২০২০ আমরা সাতক্ষীরা সদরের ১১ নং ঝাউডাঙ্গা ইউনিয়নের ঝাউডাঙ্গা, গোবিন্দকাটি ও মোহনপুর তিনটি গ্রামের ২০ টি পরিবারকে সহায়তা করি।
আমাদের ইচ্ছা আছে দেশের বিভিন্ন প্রান্তিক এলাকায় পর্যায়ক্রমে এই কার্যক্রম পরিচালনা করার। যেহেতু আমরা নন-প্রোফিট অরজানাইজেশন তাই আমাদের এই উদ্দোগে আপনাদের সহযোগিতা একান্ত কাম্য।
অনুদান পাঠানোর জন্য-
বিকাশ নাম্বারঃ
১. 01794342876 (ফারহি)
২. 01760558828 (প্রাপ্তি)
৩.01537572491 (সিনথিয়া)
রকেট নাম্বারঃ
১. 015375724916
ব্যাংক একাউন্ট নাম্বারঃ
Bank Asia
Paltan Branch
Account name: TRAVELETTES OF BANGLADESH
Account no: 04936000090