জেন্ডার ইক্যুইটি এন্ড এম্পাওয়ারমেন্ট(GEEP)

গত ১সেপ্টেম্বর ২০২১ বেলা ১২ঃ৩০ টায় ট্রাভেলেটস অফ বাংলাদেশ-(ভ্রমণকন্যা)এর উদ্যোগে ট্রাভেলেটস অফ বাংলাদেশ- ভ্রমণকন্যার অন্যতম প্রকল্প নারীর চোখে বাংলাদেশের বর্ধিত কার্যক্রম “জেন্ডার ইক্যুইটি এন্ড এম্পাওয়ারমেন্ট (GEEP)” প্রোগ্রামটির উদ্বোধনী অনুষ্ঠান জুম এ্যাপের মাধ্যমে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।প্রকল্পটি পাঁচ বছরব্যাপী কর্মসূচী পরিচালনা করবে যার আওতায় সারা দেশে প্রায় ৫০০টি বিদ্যালয় ২,৫০,০০০ জন শিক্ষার্থীকে গুরুত্বপূর্ণ বিষয়সমূহে জানানো হবে- বাংলাদেশ ও মুক্তিযুদ্ধ, প্রজনন স্বাস্থ্য সুরক্ষা,বাল্যবিবাহ, মাদক, সড়ক নিরাপত্তার মতো অতীব প্রয়োজনীয় বিষয়সমূহ।আত্মরক্ষার প্রশিক্ষণ হাতে কলমে দেখানো হবে এবং বয়সন্ধিকালীন জড়তা ভাঙতে কর্মসূচী গ্রহণ করা হবে। ইতোমধ্যে প্রকল্পটি কর্মসূচী যাত্রার শুরু থেকে সারা দেশব্যাপী ব্যাপক সাড়া ও প্রশংসা অর্জন করতে সক্ষম হয়।

প্রোগ্রামটি ট্রাভেলেটসের অফিসিয়াল পেজ থেকে  লাইভ সম্প্রচারও করা হয়েছে।উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন মাননীয় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি আপা,যিনি আমাদের মত একজন ভ্রমণকন্যাও।অসংখ্য ধন্যবাদ মাননীয় শিক্ষামন্ত্রী ডা.দীপু মনি আপাকে।শত ব্যস্ততার মাঝেও আমাদেরকে সময় দিয়েছেন এবং সর্বদা অভিভাবক হয়ে আমাদেরকে সঠিক দিক নির্দেশনা দিয়ে চলেছেন।ট্রাভেলেটস আপনার সান্নিধ্যে গর্বিত এবং চিরকৃতজ্ঞ। 

আমাদের অনুষ্ঠানটিতে বিশেষ অতিথি হিসেবে ছিলেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ড.সৈয়দ মো.গোলাম ফারুক অসংখ্য ধন্যবাদ স্যারকে।আরও যুক্ত ছিলেন বাংলাদেশের ৬৪ জেলার শিক্ষা অফিসারগণ এবং ৮ টি বিভাগের ১৬ টি স্কুলের প্রধান শিক্ষকগণ।আপনাদের মূল্যবান সময় এবং সহযোগীতার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সার্বিক উপস্থিতিতে আমাদের “জেন্ডার ইক্যুইটি এন্ড এম্পাওয়ারমেন্ট(GEEP)” এর উদ্বোধনী অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন করা সম্ভব হয়েছে।