You are currently viewing Leadership Boot-camp and Peace Concert 1.0

Leadership Boot-camp and Peace Concert 1.0

আপনি কি একজন স্বেচ্ছাসেবক? বা সমাজের জন্য কাজ করতে চান?

তাহলে এই কর্মশালা আপনার জন্যই।

ভ্রমণকন্যা – Travelettes of Bangladesh‘ এর অন্যতম ইনিশিয়েটিভ Gender Equality and Empowerment Program (GEEP) আগামী সেপ্টেম্বর, ২০২২খ্রিঃ তে সাফল্যমন্ডিত ১ম বছর পূর্ণ করে দ্বিতীয় বছরে পদার্পণ করতে যাচ্ছে। এই উপলক্ষকে সামনে রেখে ও সমাজে স্বেচ্ছাসেবক-মূলক কাজে নেতৃত্বের গুণাবলী বিকশিত করতে আমরা দুইদিনব্যাপী কর্মশালার আয়োজন করতে যাচ্ছি যেখানে একত্রিত হবেন সারা বাংলাদেশ থেকে আসা স্বেচ্ছাসেবীবৃন্দ। যারা সমাজ ও পৃথিবীর ভাল থাকার জন্য কাজ করে যেতে চায়। একই সাথে থাকবে বিশিষ্ট ও সম্মানিত ব্যক্তিবর্গ। তাদের অনুপ্রেরণামূলক বক্তব্য উৎসাহ জোগাবে সামনে এগিয়ে যাওয়ার।
Leadership Boot-camp and Peace Concert 1.0 শিরোনামে এবারের আয়োজনে “End racism. Build peace” স্লোগান কে সামনে রেখে আগামী ২১ সেপ্টেম্বর বিশ্ব শান্তি দিবস উদযাপন করবার জন্য বিশ্বের শান্তি ও সম্প্রীতিকে সমুন্নত রাখতে থাকবে Peace concert.
প্রশ্ন সমূহ:
কে যুক্ত হতে পারবেন?
উত্তর: আপনার বয়স ১৫-৩৫ এর মধ্যে যদি হয়ে থাকে এবং আপনি স্বেচ্ছাসেবামূলক কাজে অংশ নিতে চান তাহলেই আপনি কর্মশালায় যুক্ত হতে পারবেন।
আর কনসার্টে যে কোনো বয়সের যে কোনো মানুষ হিসাবে অংশগ্রহণ করতে পারবেন।
আমি এই কর্মশালা থেকে কি শিখব?
উত্তর: আপনার মধ্যে নিহিত নেতৃত্বের গুণাবলী বিকশিত করবেন, সমতা সম্পর্কে জানবেন, আত্মরক্ষা নিয়ে প্রশিক্ষণ পাবেন এবং আরো অনেক কিছু।
আমি একদিন আসব শুধু কনসার্টে, তাহলে কি আমাকেও রেজিস্ট্রেশন করতে হবে?
উত্তর: হ্যাঁ। আপনার রেজিস্ট্রেশন সেক্ষেত্রে শুধুমাত্র ৪১০ টাকা।
তারিখ: ১৬-১৭ সেপ্টেম্বর ২০২২
সময়: ২ দিন
রেজিষ্ট্রেশন ফি:
কর্মশালা এবং কনসার্টের জন্য ৫১০ টাকা (অফেরতযোগ্য)
শুধু কনসার্ট এর জন্য ৪১০ টাকা (অফেরতযোগ্য)
রেজিষ্ট্রেশনের জন্য ফি বিকাশ করে যেই নাম্বারে বিকাশ করেছেন ওই নাম্বারে আপনার নাম, বয়স, পেশা, জেলা এবং যে নাম্বার থেকে বিকাশ করেছেন সেই নাম্বারের লাস্ট ৩টা ডিজিট ম্যাসেজ করে দিন।
অথবা এই ফর্মটি ফিল আপ করতে পারেনঃ https://forms.gle/pan5dq1kcC782HGZA
বিকাশ: 01795365119
রকেট: 017804724422
**অংশগ্রহণকারীদের প্রোগ্রাম শেষে সার্টিফিকেট এবং ক্রেস্ট প্রদান করা হবে।
*** আসন সংখ্যা পূর্ণ হয়ে গেলে রেজিস্ট্রেশন বন্ধ করে দেওয়া হবে।
কোন তথ্যের জন্য মেইল করুন: geepbangladesh@gmail.com

Leave a Reply