You are currently viewing সবুজ শোভাযাত্রা। “ধনধান্যে পুষ্পভরা, গড়ি সবুজ বসুন্ধরা”
cycle rally, April, 2024

সবুজ শোভাযাত্রা। “ধনধান্যে পুষ্পভরা, গড়ি সবুজ বসুন্ধরা”

আপনি কি সাইকেল চালাতে পারেন?
জলবায়ু পরিবর্তন নিয়ে আপনি সচেতন?
অন্যকে সচেতন করতে আগ্রহী?
জলবায়ু পরিবর্তনের ফলাফল স্বরূপ বৈশ্বিক আবহাওয়ার অস্বাভাবিক আচরণ দেখছে বিশ্ব।বাংলাদেশে গত দুই দশক ধরে জলবায়ু পরিবর্তনের প্রভাব সুস্পষ্ট। বিশেষ করে তীব্র তাপ দাহ, সামুদ্রিক ঘূর্ণিঝড়, বন্যা, খরা, উপকূলীয় এলাকায় লবণাক্ততা, নদী ভাঙন কিংবা বজ্রপাতের মতো প্রাকৃতিক দুর্যোগগুলো আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে। যার প্রভাব পড়ছে আমাদের স্বাভাবিক জীবনে।
জলবায়ু পরিবর্তন নিয়ে সকলকে জানাতে এবং সচেতন করতে ভ্রমণকন্যা-Travelettes of Bangladesh ও মানুষের জন্য ফাউন্ডেশন এবার আয়োজন করেছে

 “দুই চাকার সবুজ যাত্রা”

আগামী ২৩ ই এপ্রিল, ২০২৪, মঙ্গলবার বিশ্বের দীর্ঘতম সমুদ্রসৈকতের তীর ঘেষে কলাতলী থেকে রেজুখাল অব্দি সাইকেল নিয়ে যাবে আমাদের একটি দল।

Leave a Reply